আওয়ার ইসলাম: পাইপলাইন প্রতিস্থাপনের কারণে বুধবার ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইপলাইন প্রতিস্থাপনের জন্য উত্তরা, জোয়ার সাহারা ও বারিধারা ডিওএইচএসেরআবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা তুলনামূলক কম গ্যাস পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ কাজের জন্য জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ ২৯ মে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।
এ ছাড়াও সেসময়ে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস এলাকায় থাকা সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহক স্বল্পচাপে গ্যাস পাবেন।
এ বিষয়ে তিতাসের পরিচালক (অপারেশন) কামরুজ্জামান জানান, পাইপলাইন প্রতিস্থাপনের কাজটি সোমবার (২৭ মে) করার কথা ছিল। এখন সোমবারের বদলে বুধবার পাইপলাইন প্রতিস্থাপনের কাজটি করা হবে। এ কাজটি সময় সাপেক্ষ এবং লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে কাজটি করতে হয়।
তাই বুধবার বিজ্ঞপ্তিতে বলা এলাকাসমূহের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তিনি।
-এএ