আওয়ার ইসলাম: মিয়ানমারের সামরিক বাহিনীকে নতুন করে ‘যুদ্ধাপরাধ’, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে অধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটি আজ বুধবার (২৯ মে) জানিয়েছে যে, বিদ্রোহী রাখাইনদের বিরুদ্ধে যুদ্ধের নামে সামরিক বাহিনী সংখ্যালঘু মুসলিম জাতির ওপর আবারও নির্যাতন শুরু করেছে।
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যেজুড়ে সাম্প্রতিক কয়েক মাসে সশস্ত্র বাহিনী হাজার হাজার সৈন্য ও ভারী অস্ত্র মোতায়েন করেছে যেখানে আরাকান সেনাবাহিনী (এএ) জাতিগত রাখাইন বৌদ্ধদের জন্য আরও স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় বিদ্রোহ করছে।
জানা যায়, রাজ্যটি ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সামরিক বাহিনীর রক্তাক্ত কর্মকাণ্ডের দৃশ্য ধারণ করেছিল। সেই সহিংস অভিযানে ৭ লাখ ৪০ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের তদন্তকারী কর্মকর্তারা এই অভিযানকে ‘গণহত্যা’ বলে অভিহিত করে দেশটির শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে মামলা দায়েরে মত দিয়েছে।
দাতব্য সংস্থা অ্যামনেস্টি বুধবার বলেছে, মিয়ানমারের সামরিক এখন জাতিগত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার, নির্যাতন এবং জোরপূর্বক অপহরণকে জাতিগত রাখাইনদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করার নতুন প্রমাণ হিসেবে তালিকাভুক্ত করেছে।
সংস্থাটির আঞ্চলিক পরিচালক নিকোলাস বিকিউলিন বলেন, ‘রাখাইন রাজ্যে পরিচালিত নতুন অভিযানগুলোতে দেশটির সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের অপ্রত্যাশিত, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্যভাবে সন্ত্রাসীরূপে দেখায়।’
-এটি