আওয়ার ইসলাম: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ফিলিস্তিনিরা এখন ইসরায়েলি হামলার জবাবে পাথর নয় বরং রকেট ছোড়ে। বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এ কথা বলেন।
ইরানি প্রেসিডেন্ট বলেন, একটা সময় ছিল যখন ফিলিস্তিনের জনগণ পাথর দিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করতো কিন্তু এখন সময় বদলে গেছে। আজকের দিনে ফিলিস্তিনিরা ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দিচ্ছে। ফিলিস্তিনিদের এই সাহস, ত্যাগ ও প্রযুক্তিগত সফলতার জন্য ধন্যবাদ।
সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনি যোদ্ধারা যে ক্ষেপণাস্ত্র বৃষ্টিবর্ষণ করেছে তারও প্রশংসা করেন প্রেসিডেন্ট রুহানি।
সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনি যোদ্ধারা যে ক্ষেপণাস্ত্র বৃষ্টিবর্ষণ করেছে তারও প্রশংসা করে প্রেসিডেন্ট রুহানি বলেন, ফিলিস্তিনিদের এ প্রতিরোধের মুখে ইহুদিবাদী সেনারা ৪৮ ঘণ্টার মধ্যে পিছু হটতে বাধ্য হয়েছে। ইসরায়েলের কথিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ফিলিস্তিনিদের সে ক্ষেপণাস্ত্র রুখতে ব্যর্থ হয়েছে।
-এএ