সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ক্ষমতা বাড়াতে পুলিশের জন্য হেলিকপ্টার কেনার সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে হেলিকপ্টার ও প্রয়োজনীয় যানবাহন কেনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

জরুরি ভিত্তিতে এসব সরবরাহ করার জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগ কর্তৃক গৃহীত প্রকল্পসমূহ নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। এ সময় জননিরাপত্তার স্বার্থে প্রকল্পগুলো দ্রুত বাস্তাবায়নের সুপারিশও করে সংসদীয় স্থায়ী কমিটি।

বৈঠক শেষে কমিটির সদস্য ফখরুল ইমাম জানান, অপরাধী ধরতে এবং জননিরাপত্তার বিভিন্ন কাজে উন্নত দেশ ও উন্নয়নশীল প্রায় সব দেশের পুলিশ হেলিকপ্টার ব্যবহার করে।

এতে অপরাধীদের ধরা ছাড়াও বিভিন্ন সংকটাপন্ন অবস্থার দ্রুত মোকাবেলা করতে পারে পুলিশ। কিন্তু বাংলাদেশের পুলিশ বাহিনীর জন্য কোনো হেলিকপ্টার নেই। তাই কমিটির বৈঠকে দেশের পুলিশ বাহিনীর জন্য হেলিকপ্টার কেনার সুপারিশ করা হয়েছে।

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য মো. মুজিবুল হক, ফজিলাতুন নেসা এবং ফখরুল ইমাম।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ