আওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তর বাঘলান প্রদেশের একটি সড়কে সংঘর্ষের ঘটনায় আট
তালিবান ও ছয়জন নিরাপত্তা কর্মীসহ ১৪ জন নিহত হয়েছে।
আজ বুধবার (২৯ মে) প্রাদেশিক কাউন্সিলের কর্মকর্তা সাফদার মহসিনি এ তথ্য নিশ্চিত করেন।
সরকারি কর্মকর্তার মতে, তালিবান স্বাধীনতাকামীদের একটি দল সকালে সমঙ্গন প্রদেশের বাঘলান সড়ক পথের একটি নিরাপত্তা চেকপয়েন্টে হামলা চালানোর মাধ্যমে সংঘর্ষের সূত্রপাত হয়। নিরাপত্তা বাহিনী পাল্টা হামলা চালালে পরিস্থিতির অবনতি হয়। আটজনের মৃত্যুর পর জঙ্গিরা পালাতে বাধ্য হয়।
বন্দুকযুদ্ধে ছয়জন নিরাপত্তা কর্মীও নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়াও তিনজন নিরাপত্তা কর্মী ও চার তালিবান আহত হয়েছে। তালিবান এখনো কোনো মন্তব্য করেনি এ বিষয়ে।
-এটি