আওয়ার ইসলাম: ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর ৩০ মে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। শপথ অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রন জানানো হলেও সেই তালিকায় স্থান পাননি পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগের মেয়াদে যখন মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দায়িত্ব গ্রহণ করেন তখন সাবেক পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। তবে এবার তাকে রাখা হয়নি। সম্প্রতি পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে চিরপ্রতিদ্বন্দ্বী দু-দেশের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে।
এমনকি নির্বাচনে প্রচারণার সময় পাকিস্তানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন মোদি। ধারণা করা হচ্ছে, এই উত্তেজনার কারনেই ইমরান খানকে এই তালিকায় রাখা হয়নি।
সেখানে আরো জানানো জানানো হয়, মোদির শপথ অনুষ্ঠানে পাকিস্তানকে রাখা না হলেও বিমস্টেকের নেতাদের আমন্ত্রন জানানো হয়েছে। এছাড়া কিরগিজস্তানের প্রেসিডেন্ট এবং মরিশাসের প্রধানমন্ত্রীকে শপথ অনুষ্ঠনে আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা যায়, শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। উল্লেখ্য, বিমস্টেকের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।
-এটি