সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মণে ৩০০ টাকাতেও ধানের ক্রেতা মিলছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাজারে চাহিদা না থাকায় ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ঠাকুরগাঁওয়ে ৩০০ টাকা মণেও ধান বিক্রি করতে পারছেন না তারা। লাভ তো দূরের কথা খরচের টাকাও ঘরে তুলতে পারছেন না বলে অভিযোগ তাদের। কৃষকরা বলছেন, ৮ টাকা কেজি দরেও ধান বিক্রি করা যাচ্ছে না। আগামী বছর থেকে তারা আর ধানই চাষ করবেন না।

ধানের দাম না থাকা ও কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে কৃষক সংগঠনগুলো কর্মসূচিও পালন করছে। ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে ধান ছিটিয়ে বিক্ষোভও করেছে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।

আন্দোলনকারীরা বলেন, ‘ধানের বিক্রয় মূল্য উৎপাদন খরচের থেকে কম হওয়ায় কৃষকরা মারাত্মক সংকট ও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কিন্তু কৃষকদের বাঁচাতে সরকার পর্যাপ্ত উদ্যোগ নিচ্ছে না।’

জানা যায়, জেলায় ধানের উৎপাদন গত বছরের তুলনায় এবার কিছুটা বেড়েছে। গত বছর প্রতি হেক্টরে ধান উৎপাদন হয়েছিল ৩.৮ মেট্রিক টন, এবার তা বৃদ্ধি পেয়ে ৪ টনে দাঁড়িয়েছে। জেলায় এবার বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬২ হাজার ৩৬০ হেক্টর। আর অর্জিত হয়েছে ৬২ হাজার ৩৫০ হেক্টর বলে জানিয়েছে কৃষি বিভাগ। সে হিসেবে এবার জেলায় ধানের উৎপাদন হয়েছে প্রায় আড়াই লাখ মেট্রিক টন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ