সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ভোলায় ইসলামী ব্যাংকের শিক্ষা সামগ্রী উপহার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভোলা শাখার পল্লি উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবি সন্তানদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।

সোমবার (২৭ মে) বিকেলে এ উপহার বিতরন করা হয়েছে। এ বছর ইসলামী ব্যাংক ভোলা শাখার পক্ষে থেকে ৩৯৩ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স,পেন্সিল বক্স, কলম ,জ্যামিতি বক্স ,স্কেল ও খাতা দেয়া হয় ।

ইসলামী ব্যাংক ভোলা শাখায় সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যাবস্থাপক মুহাম্মদ আবুল কালাম আল আজাদের সভাপতিত্বে শিক্ষা উপহার সামগ্রি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব ওমর ফারুক।

ইসলামী ব্যাংকের পিন্সিপাল অফিসার হোসাইন মাহমুদের সঞ্চালনায় শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ভোলা সরকারী কলেজের শরীরচর্চা শিক্ষক মুহা. মিজানুর রহমান, বোরহান উদ্দিন হাফিজ ইব্রাহিম কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ আজমল হুদা মিঠু। স্বাগত বক্তৃতা রাখেন পল্লি উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মুহা. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তরা ইসলামী ব্যাংকের জনকল্যান মুলক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের উৎসাহ দেয়ার জন্য শিক্ষা উপহার প্রদানসহ ইসলামী ব্যাংক আরো অনেক জনকল্যানমূলক কাজ করে থাকে। ইসলামী ব্যাংকের মত যদি আমাদের দেশের আরো অন্য সকল ব্যাংক ও ধনী ব্যাক্তিরা জনকল্যানমূলক কাজে এগিয়ে আসে তাহলে আমাদের দেশ থেকে দারিদ্য দূর করা সম্ভব এবং বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তর করা সম্ভব হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ