আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভোলা শাখার পল্লি উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবি সন্তানদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।
সোমবার (২৭ মে) বিকেলে এ উপহার বিতরন করা হয়েছে। এ বছর ইসলামী ব্যাংক ভোলা শাখার পক্ষে থেকে ৩৯৩ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স,পেন্সিল বক্স, কলম ,জ্যামিতি বক্স ,স্কেল ও খাতা দেয়া হয় ।
ইসলামী ব্যাংক ভোলা শাখায় সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যাবস্থাপক মুহাম্মদ আবুল কালাম আল আজাদের সভাপতিত্বে শিক্ষা উপহার সামগ্রি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব ওমর ফারুক।
ইসলামী ব্যাংকের পিন্সিপাল অফিসার হোসাইন মাহমুদের সঞ্চালনায় শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ভোলা সরকারী কলেজের শরীরচর্চা শিক্ষক মুহা. মিজানুর রহমান, বোরহান উদ্দিন হাফিজ ইব্রাহিম কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ আজমল হুদা মিঠু। স্বাগত বক্তৃতা রাখেন পল্লি উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মুহা. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তরা ইসলামী ব্যাংকের জনকল্যান মুলক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের উৎসাহ দেয়ার জন্য শিক্ষা উপহার প্রদানসহ ইসলামী ব্যাংক আরো অনেক জনকল্যানমূলক কাজ করে থাকে। ইসলামী ব্যাংকের মত যদি আমাদের দেশের আরো অন্য সকল ব্যাংক ও ধনী ব্যাক্তিরা জনকল্যানমূলক কাজে এগিয়ে আসে তাহলে আমাদের দেশ থেকে দারিদ্য দূর করা সম্ভব এবং বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তর করা সম্ভব হবে।
-এএ