বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

ভারতে মুসলিম যুবককে ‘পাকিস্তানে যা’ বলেই গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে এক যুবককে মুসলিম হওয়ার কারণেই গুলি করা হয়। বিহারের বেগুসরাইয়ের চেরিয়া-বরিয়ারপুর থানার কুম্ভি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বিদ্বেষমূলক অপরাধের ঘটনায় রাজীব যাদব নামে এক যুবকের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

জানা যায়, গত কাল মত্ত অবস্থায় রাজীব রাস্তায় এক ফেরিওয়ালাকে তার নাম জিজ্ঞাসা করে। বছর তিরিশের ওই ফেরিওয়ালা জানান, তার নাম মুহম্মদ কাশিম। কাশিমের অভিযোগ, এ শুনেই ওই মত্ত যুবক তাকে বলে, ‘এখানে কী করছিস? পাকিস্তানে যা।’ দু’জনের কথা কাটাকাটি হয়। এর পরেই একটি ‘ওয়ানশটার’ বের করে কাশিমকে রাজীব গুলি করে। গুলি কাশিমের পিঠে লাগে। সেই অবস্থাতেই কাশিম পালায়। কাশিম এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার প্রেক্ষিতে বেগুসরাই লোকসভা আসনের সদ্য ‘রানার্স’ তথা সিপিআইয়ের কানহাইয়া কুমার অভিযোগ করেছেন, নেতারা এ বিদ্বেষের রাজনীতি ছড়িয়েছেন, তারাই এ ঘটনার জন্য দায়ী।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ