সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ব্যতিক্রমধর্মী মহিলা মাদরাসা কিশোরগঞ্জের মারকাযুল জান্নাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: কিশোরগঞ্জের সতাল সদরে প্রতিষ্ঠিত একটি ব্যতিক্রমধর্মী মহিলা মাদরাসা মারকাযুল জান্নাত। প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষে শতভাগ সাফল্য নিয়ে পদার্পণ করেছে। ১লা রমজান থেকে ভর্তি  ‍শুরু হয়েছে মাদরাসাটিতে।

শাইখুল হাদিস মাওলানা আবু তাদের রাজাপুরীর পরিচালনায় মাদরাসাটিতে নুরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও নাজেরা বিভাগে যোগ্য শিক্ষকমণ্ডলীর মাধ্যমে পাঠদান করা হয়।

মাদরাসা সম্পর্কে জিজ্ঞেস করলে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু তাদের রাজাপুরী বলেন, যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রতি লক্ষ্য করি তাহলে দেখা যায়,জাগতিক শিক্ষাদানের জন্য অনেক সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে কিন্তু দ্বীনের নূন্যতম শিক্ষাও নেই।

তাই ওলামায়ে কেরাম বাংলার জাতিকে দ্বীন শিক্ষার লক্ষ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রথমে ছেলেদের জন্য  শুরু করলেও পরে মেয়েদের দ্বীন শিক্ষা দেয়ার জন্য মহিলা মাদরাসা করার দিকে অগ্রসর হই।

সেই লক্ষ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জ সদর জেলাপরিষদের র্পূবপাশ্বে সতাল নোয়ানগর মৌলভীবাড়ি সংলগ্ন একমাত্র আল্লার সন্তুষ্টির লাভের উদ্যেশে মেয়েদের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে গড়ে উঠেছে “মারকাযুল জান্নাত কওমি মহিলা মাদরাসা” ।

পহেলা রমজান থেকেই ভর্তি শুরু হয়। নূরানী বিভাগ হতে দাওরায়ে হাদিস (মার্স্টাস) পযর্ন্ত শিক্ষাদান দেয়া হয়। দক্ষ ১৭জন শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদান করানো হয়। আবাসিক-অনাবাসিক থাকার সুব্যবস্থা আছে। মাদরাসায় তা’লীম তরবিয়্যত উভয় বিষয়ে খুব গুরুত্ব দিয়ে থাকি আমরা। মাদরাসাটি বেফাক ও তানযিমের অন্তর্ভুক্ত।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ