আওয়ার ইসলাম: পাকিস্তানে এক হিন্দু ধর্মাবলম্বী পশু চিকিৎসকের বিরুদ্ধে পবিত্র কুরআনের পাতায় মুড়িয়ে ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি পাকিস্তানের সিন্ধু প্রদেশে ঘটনাটি ঘটার পর তীব্র নিন্দার ঝড় উঠেছে।
ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, এ ঘটনার পর দেশটির বিভিন্ন সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছে ধর্মপ্রাণ মুসলমান। এ ঘটনায় রমেশ কুমার নামের ওই পশু চিকিৎসকের বিরুদ্ধে স্থানীয় একটি মসজিদের ইমাম মাওলানা ইসহাক নোহরি তার ধর্ম অবমাননার অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ দায়েরের পর গতকাল সোমবার রমেশ কুমারকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানা যায়। পাকিস্তানে এ ধরনের কর্মকাণ্ডের জন্য তিন মাস থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
বিভিন্ন গণমধ্যমের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে ১৯৮৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ধর্ম অবমাননা আইনে প্রায় এক হাজার ৫০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
-এটি