আওয়ার ইসলাম: ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে কার্যকরী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকন।
তিনি বলেন, সারা বছর পরিশ্্রম করে পরিবারকে সাথে নিয়ে ঈদ উদ্যাপন করার জন্য অপেক্ষমান শ্রমিকরা যদি সঠিক সময়ে বেতন বোনাস না পায় তবে তা হবে অমানবিক ও চরম জুলুম । এমন পরিস্থিতি অন্য বছরের ন্যায় এবছর যাতে না হয় সেজন্য সরকারসহ সকল মালিকদের খেয়াল রাখা জরুরী।
এছাড়া ও ঈদে নিরাপদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরা নিশ্চত করার আহবান জানিয়ে আশরাফ আলী আকন বলেন, ঈদ প্রত্যেকের জন্য নিয়ে আসে আনন্দ, পরিবারের সাথে মিলিত হওয়ার সুযোগ। কোন একটি দুর্ঘটনা সকল হাসি আনন্দ আর সুযোগকে ম্লান করে নিয়ে আসে কান্না আর দুঃখ। তাই সকল গাড়ী চালক ও সড়ক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্ব ও সতর্কতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে দেশ প্রেমের দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।
আজ বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, সেক্রেটারী জেনারেল হাফেজ মাওঃ ছিদ্দিকুর রহমান।
জয়েন্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, বক্তব্য রাখেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, এডভোকেট আব্দুল বাসেত, মুফতী সিদ্দিকুর রহমান, ডা. মুজিবুর রহমান, হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া, আব্দুল্লাহ বাবুল ও মোঃ শামীম আহমদ প্রমুখ।
-এটি