আওয়ার ইসলাম: ২০০২ সালে প্রণয়ন করা ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
১৭ বছরের জন্য এই আইনটি প্রণয়ন করা হলেও এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। ফলে আইনটির কার্যকারিতা এ বছর শেষ হওয়ার কথা থাকলেও তা ২০২৪ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
আজ সোমবার (২৭ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ১৭ বছর মেয়াদ রেখে ২০০২ সালে প্রণয়ন করা হয় দ্রুত বিচার আইনটি। চলতি বছরের ১৯ এপ্রিল আইনটির মেয়াদ শেষ হয়। তবে আইনটির মেয়াদ পাঁচ বছর বাড়ানোর প্রস্তাবনা করা হয়েছিল সংশোধনীতে। সেই সংশোধনী অনুমোদিত হওয়ায় আইনটি ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ, আইনটি প্রণয়নের সময় থেকে ২২ বছর পর্যন্ত কার্যকর থাকবে।
আইনটির মেয়াদ বাড়ানো হয়েছে কেন— জানতে চাইলে শফিউল আলম বলেন, এই আইনের আওতায় আলোচিত বেশকিছু মামলা চলছে। এই মামলাগুলোর নিষ্পত্তি হওয়া প্রয়োজন। মন্ত্রিপরিষদ মনে করছে, আরও পাঁচ বছর এই আইনটি কার্যকর থাকা প্রয়োজন। সে কারণেই আইনটির মেয়াদ বাড়ানো হয়েছে।
সচিব জানান, এই আইনের সংশোধনী প্রস্তাবনায় মূল আইনে কোনো পরিবর্তন আনা হয়নি। কেবল এর মেয়াদটি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। আইনটি যেমন ছিল, তেমনই থাকবে। কেবল এর মেয়াদ পাঁচ বছর বাড়বে।
-এটি