মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি
তীব্র গরমে রোজা রেখে হাঁসফাঁস করছে মানুষ। রক্ত শূন্য রুগি রেখা আক্তার। মৃত্যুর সন্ধিক্ষণে। রক্ত দাতার সন্ধানে ঘুরছে তার গার্ডিয়ান। শত ডোনারের সন্ধান পেলেও রোজার দিনে রক্ত দিতে রাজি হচ্ছিলেন না কেউ। অবশেষে রক্ত দিতে এগিয়ে এলো কওমী তরুন আরিফুর রহমান।
গত ২৬ মে (রবিবার) কিশোরগঞ্জের সদর হাসপাতালে রোজা অবস্থায় রক্ত দিয়ে প্রশংসা কুড়িয়েছেন কওমী তরুন আরিফুর রহমান। আরিফুর রহমান কিশোরগঞ্জ শহরের আল জামিয়াতুল ইমদাদিয়ার ছাত্র। সে জানায় যখন তার কিশোরগঞ্জের হোসেনপুরের রুগি রেখা আক্তারের রক্তের জন্য আসে তখন সে অনেক ক্ষুদার্ত ও ক্লান্ত। শুধু মানবিকতার দাবিতেই সে নিজের খেয়াল না করে রুগিয়ে বাঁচাতে দ্রুত এগিয়ে যায়৷ এবং স্বেচ্চায় রক্ত দেন।
রক্ত পেয়ে রুগির গার্জিয়ানদের আন্দের সীমা ছিল না। দিন শেষে রক্তের খোঁজ করতে করতে তারাও ক্লান্ত হয়ে গেছিলেন। তারা জানান এভাবে কওমী তরুন এগিয়ে আসবে কল্পনা ছিল না। তাঁর এগিয়ে আসার উছিলায় হয়ত আজ বেঁচে যাবেন রেখা আক্তার। আমরা তার মঙ্গল কামনা করি৷
-এটি