আওয়ার ইসলাম: প্রচণ্ড তাপদাহের মধ্যে স্বস্তির খবর জানালো আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার দুপুর থেকে বিকেল অব্দি ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের স্ক্রলে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ সোমবার ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও শুধুমাত্র থেমে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, রংপুর, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেখানে আরো বলা হয়, সারাদেশের দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে আগামী তিনদিনে আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেও জানানো হয়। এরপর বৃষ্টিপ্রবণতা বাড়ার সম্ভবনা রয়েছে।
-এটি