বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬


নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চার দিনের নবজাতককে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেখে পালিয়ে গেছেন তার মা। শিশুটি এখন হাসপাতালের নবজাতক ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

তবে মা না থাকায় শিশুটিকে বরিশালের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত আগৈলঝাড়ায় ছোটমণি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের নবজাতক ইউনিটের ইনচার্জ মাহফুজা বেগম। তিনি জানান, মানসুরা পরিচয়দানকারী ওই প্রসূতি নারী ২১ মে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। প্রসবজনিত জটিলতা হওয়ায় ওই দিনই অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু জন্মের পর অসুস্থ থাকায় শিশুকে হাসপাতালের নবজাতক ইউনিটে স্থানান্তর করা হয়। অপরদিকে মা গাইনি ওয়ার্ডে ছিলেন। কিন্তু গতকাল রোববার জানা যায় যে, ওই নারী গাইনি ওয়ার্ডে নেই।

মানসুরা হাসপাতালে ভর্তির সময় তার গ্রামের বাড়ির ঠিকানা দিয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ গ্রাম। তবে তার দেয়া ঠিকানা কোনো অস্তিত্ব পায়নি হাসপাতালের সমাজসেবা অফিস। রেজিস্ট্রারে ওই নারীর স্বামীর নাম উল্লেখ নেই। বাবার নামের জায়গায় লেখা আছে আহম্মেদ আলী। তবে রেজিস্ট্রারে ওই নারীর বয়স উল্লেখ করা হয়েছে ২১ বছর।

হাসপাতালের পরিচালক মুহা. বাকির হোসেন বলেন, নবজাতকটি এখনো অসুস্থ। আমরা ওর যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি। শিশুটি পুরোপুরি সুস্থ হওয়ার পর তার প্রকৃত অভিভাবকদের খুঁজে না পাওয়া গেলে আমরা সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করব।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ