শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮ ভারতীয় মুসলিমরা এখনই না জাগলে অধিকার নয়, পরিচয়ও হারাতে পারে

এবার ‘জুয়ার রাজধানী’ হচ্ছে চীনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের ম্যাকাও শহর। যাকে চীনের জুয়ার রাজধানী হিসেবে বলা হয়।

দ্য গার্ডিয়ানের সূত্র মতে, এ জুয়ার রাজধানীর অর্থনৈতিক সমীক্ষা থেকে জানা যায়, ২০২০ সালের মধ্যে শহরটির প্রতিটি বাসিন্দার আয় হবে ১৪৩,১১৬ ডলার। এদিকে আইএমএফ বলছে, সম্প্রতি চীনের ক্যাসিনো হাব ম্যাকাওয়ের জিডিপি বেড়ে কাতারের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। মনে করা হয়, আগামী ২০২০ সালের মধ্যে কাতারকে ছাড়িয়ে যাবে চীনের ম্যাকাও।

সংবাদে আরও বলা হয়, গত কয়েক বছর যাবত মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের তথ্য অনুযায়ী বলা হয়, গত এক বছর আগেও কাতারের মাথাপিছু জিডিপি ছিল ১ লাখ ২৭ হাজার ৬০০ ডলার।

কলকাতা টুয়েন্টিফোর এক প্রতিবেদনে বলছে, আগামী ২০২০ সালের মধ্যে ম্যাকাওয়ের জিডিপি হতে চলেছে ১ লাখ ৪৩ হাজার ১১৬ ডলার। সেসময় কাতারের জিডিপি হতে পারে ১ লাখ ৩৯ হাজার ১৫১ ডলার। ফলে কাতারকে পেছনে ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত হতে চলেছে ম্যাকাও। এমনই ধারণা করছেন আন্তর্জাতিক অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, কাতারের ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। দেশটির মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে, কাতারের শুধু তেলই নয়, তাদের আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, আর তা হলো প্রাকৃতিক গ্যাস। তবে বর্তমানে এসবকে টেক্কা দিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে বৈধ জুয়ার রাজধানী ম্যাকাও।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ