সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

পাকিস্তানে জুমার সময় মসজিদে হামলায় ইমামসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েত্তার একটি মসজিদে বোমা বিস্ফোরণে মসজিদের ইমামসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।

শুক্রবার (২৪ মে) জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, হামলার সময় কোয়েত্তা শহরের পেশতোনাবাদ এলাকায় অবস্থিত রেহমানিয়া মসজিদে জুমার খুতবা চলছিল। এসময় মসজিদে অর্ধশতাধিক মুসল্লি মসজিদে অবস্থান করছিলেন। এ ঘটনায় মসজিদের ইমামসহ দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত ১৫জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দিতে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় পরে ওই এলাকা ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ।

এ ঘটনায় নিন্দা জানিয়ে বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী জাম কামাল খান আলিয়ানি বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষকে লক্ষ্য করে যারা এ ধরনের হামলা চালিয়েছে, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিৎ। ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এ ঘটনার তদন্তে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র: ডেইলি পাকিস্তান

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ