রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

'দেশের কৃষি ও কৃষককে বাঁচাতে এখনই উদ্যোগ গ্রহণ করুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ, কাজেই এদিকে লক্ষ্য রেখে সরকারকে সব সিদ্ধান্ত নিতে হবে। কৃষককে মেরে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের কৃষি বাঁচলে কৃষক বাঁচলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। কাজেই দ্রুততম সময়ে ধানের ন্যায্য মূল্য প্রদান করে দেশের কৃষিখাতকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে এখনই উদ্যোগ নিতে হবে।

আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি, সরকার ভারত থেকে চাউল আমদানির সিদ্ধান্ত নিয়েছে, সরকারের এ সিদ্ধান্ত বাংলাদেশের কৃষিকে নিরবে ধ্বংস করার নামান্তর। কাজেই সরকারকে বলব, এ সিদ্ধান্ত থেকে আপনারা ফিরে আসুন।

গতকাল বুধবার বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ইসমাঈল নুরপুরী বলেন, ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। যাকাতের মাধ্যমে ধনী-গরীবের বৈষম্য দূর হয় এবং সমাজে ভারসাম্য তৈরি হয়। কাজেই আমাদের সকলকে যাকাতভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে কাজ করতে হবে।

সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, নারী ধর্ষণ, নারী নির্যাতনের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে। কুরআনের আইন না থাকার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। কুরআনের শাসন প্রতিষ্ঠা হলে নারী নির্যাতন বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। সমাজে শান্তি ফিরে আসবে। কাজেই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে এগিয়ে আসে হবে।

দলের ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাসিক মদীনা সম্পাদক মাওলানা আহমদ বদরুদ্দীন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল।

সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, বাইতুল মাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভুইয়া, ইনসাফ২৪ এর সম্পাদক মাহফুজ খন্দকার, বাংলাদেশ ইসলাম লেখক ফোরামের সেক্রেটারী মাওলানা মুনীরুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, সহ-সেক্রেটারী মাওলানা সানাউল্লাহ, মাওলানা আতিকুল্লাহ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ