রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

চট্টগ্রামে ইশা ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আসহব উদ্দিন
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় ‘মাওলানা ড. জসীম উদ্দিন নদভী রহ. এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার চট্টগ্রামস্থ সিআরবি তাসফিয়া গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজিত হয়েছে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ও সভাপতি রিদওয়ানুল হক শামসীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি এম. হাসিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন ড. জসীমউদ্দীন নদভী রহ. এর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন। তিনি সত্যিকারের একজন জ্ঞানতাপস ছিলেন উল্লেখ করে বলেন, জ্ঞানই তাকে বিনয়ী করে তুলেন। তার জীবন ও কর্ম বর্তমান প্রজন্মের কাছে অনুসরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, রমজান মাস আখেরাতের পুণ্য অর্জনের মাস। মহান রবের পক্ষ থেকে মুমিনদের জন্য রহমত মাগফিরাত ও নাজাতের মাস। রমজান মাস হলো কুরআন নাজিলের মাস। তাই আসুন আমরা প্রত্যেকে কুরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়।

এম. হাসিবুল ইসলাম বলেন, এ রমজান মাসেই সংঘটিত হয়েছিল ঐতিহাসিক বদর যুদ্ধ। সেদিন মাত্র ৩১৩ জন সাহাবায়ে কেরাম রা. যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, ইশা ছাত্র আন্দোলনের প্রত্যেক কর্মীকে এর থেকে শিক্ষা নিতে হবে। তাই বর্তমান ছাত্র সমাজকে দক্ষ, কর্মমূখী ও নৈতিকতা সম্পন্ন হতে হবে। ইশা ছাত্র আন্দোলন আর দশটি ছাত্র সংগঠনের ন্যায় প্রচলিত রাজনীতি করে না। এরা ব্যক্তি জীবন গঠন ও উন্নয়নশীল সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম পবিত্র রমজানে কৃষকদের উপর চলমান বৈষম্যের কঠোর সমালোচনা করেন। প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও, ন্যায্য মূল্য দিয়ে, কৃষকের কাছ থেকে ফসল ক্রয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এবং চাল মজুত থাকার পরও ভারতের কাছ থেকে চাল আমদানির কঠোর সমালোচনা করেন তিনি।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাসুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ শহীদুল হক, জামেয়া দারুল মা'রিফের মুহাদ্দিস হাফেজ ফরিদ আহমদ আনসারী, জামিয়া মোজাহেরুল উলূমের সিনিয়র শিক্ষক মাওলানা শাহাদাত হোসাইন, ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সহ সভাপতি মুহাম্মদ আসহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ তানভীর হোসাইন সহ বন্ধু প্রতিম বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, বিভিন্ন সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ থানা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ