আওয়ার ইসলাম: লোকসভা নির্বাচনে বিজেপির ব্যাপক জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী বলেন, আবারও জিতল ভারত। এগিয়ে থাকার প্রবণতা বলছে, ২৯৪ আসন পাবে বিজেপি।
ভারতের দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদী টুইটে বলেন, একত্রে আমরা বেড়ে উঠেছি, একত্রেই আমরা সফল হচ্ছি। আমরা একসঙ্গে এক মজবুত ভারত তৈরি করব। আবারও ভারতের জয়।
দেশজুড়ে নির্বাচনের ফলাফল বলছে, ৩৪৫ আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট অন্যদিকে ৯১ আসন পেয়েছে কংগ্রেস নেতত্বাধীন ইউপিএ।
বিজেপির জয়ের খবরে দল ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আসছে নানা বার্তা। বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং তার প্রতি মানুষের আস্থার জয়। এই জয় ভারতের জয়। ভারতের প্রায় সব রাজ্যেই মোদীর নেতৃত্বাধীন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা।
জয়ীদের অভিনন্দন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় বলেন, যারা জিতেছেন তাঁদের অভিনন্দন জানাই। আমাদের ফলাফল কী হল তা আমরা খতিয়ে দেখব।
-এএ