মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি
বৃহত্তর উত্তরার কওমি মাদরাসা সমূহের সমন্বয়ে গঠিত বেফাকের সহযোগী আঞ্চলিক শিক্ষা বোর্ড ‘হাইআতুত তা’লীম ওয়াততারবিয়া লিলমাদারিসিল কওমিয়া’ (তালীমী বোর্ড উত্তরা) ঢাকার ৩য় বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ বুধবার সকাল ৯টায় বোর্ড কার্যালয় জামিয়া বাবুস সালাম বিমানবন্দরে পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মদ আব্বাস বেফাকের মহাসচিব আল্লামা শায়েখ আব্দুল কুদ্দুস (দা:বা:) এর নিকট ফলাফল হস্তান্তরের পর তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের প্রধান উপদেষ্টা আল্লামা শায়েখ আযীমুদ্দিন, বোর্ডের অন্যতম উপদেষ্টা মুফতি রুহুল আমিন উজানবী, চেয়ারম্যান মুফতি কেফায়াতুল্লাহ আল আযহারী, সিনিয়র সহসভাপতি মাওলানা আনিছুর রহমান, সহসভাপতি মাওলানা মুফতি শহিদুল্লাহ।
মাওলানা আকরাম আলী খান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াহিদ, মহাসচিব মাওলানা হিদায়াতুল্লাহ ছিদ্দিকী, যুগ্ম মহাসচিববৃন্দ, পরীক্ষা কমিটির সদস্যগণ, নিরীক্ষকবৃন্দ, বোর্ড কমিটির সদস্যবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহণকারী মাদরাসাসমূহের পরিচালক, শিক্ষাসচিব ও শিক্ষকবৃন্দ।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যান মুফতি কেফায়াতুল্লাহ আল আযহারী বলেন, গত বছরের চেয়ে এবারের ফলাফল সব দিক থেকেই অনেক ভাল। বোর্ড ও মাদরাসাগুলোর সমন্বিত উদ্দ্যোগ ও মনোযোগের ফলে ছাত্রদের মাঝে পড়ালেখায় প্রতিযোগিতা ভাব ফুটে উঠেছে। আশা করি ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় থাকলে শিক্ষা দীক্ষার মান উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। ইনশাআল্লাহ।
চলতি বছরের পরীক্ষা গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৬ এপ্রিল শেষ হয়। এবারের বৃত্তি পরীক্ষায় দরসিয়াত বিভাগে ২৮১ জন ও হিফযুল কুরআন বিভাগে ৮৪৮ জনসহ মোট ১১৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। গড় পাসের হার ৯১.৮৮%। দরসিয়াতে ৮৯.৭১% এবং হিফযুল কুরআনে ৯২.৬৮%। দরসিয়াত ও হিফযুল কুরআনের বিভিন্ন স্তরে ৭০ জন বৃত্তির জন্য মনোনীত হয়। হিফয ও দরসিয়াতে মোট A+ (মুমতায) পেয়েছে ২৬৮ জন।
পরীক্ষার ফলাফলের সকল তথ্য বোর্ডের নিজস্ব ওয়েব সাইডে পাওয়া যাবে। ওয়েব সাইডের লিংক: http://www.talimiboarduttara.com
-এটি