শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮ ভারতীয় মুসলিমরা এখনই না জাগলে অধিকার নয়, পরিচয়ও হারাতে পারে

'সরকার কৃষকের আর্তনাদ ও দুর্দশা চেয়ে চেয়ে দেখছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, কৃষকরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে চরম সংকটের মুখে নিপতিত হয়েছে। উৎপাদন খরচের চেয়ে বহু কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। বিঘাপ্রতি দুই থেকে তিন হাজার টাকা লোকসান হচ্ছে কৃষকদের।

এ অবস্থায় সরকারের দায়িত্ব ছিল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা। কিন্তু তা না করে সরকার কৃষকদের আর্তনাদ ও দুর্দশা চেয়ে চেয়ে দেখছে। সরকার কৃষকদের জন্যে কিছুই করছে না।

গতকাল সোমবার বিকেলে বিজয়নগরের মজলিস মিলনায়তনে আইনজীবী মজলিস ঢাকা মহানগরীর আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আহমদ আব্দুল কাদের বলেন, আমাদের দাবী নির্ধারিত মূল্যে সরকারীভাবে কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় করতে হবে। কৃষকদের বাঁচাতে হবে। কৃষক না বাঁচলে চাকুরীজীবি, পেশাজীবি কেউই ভাল থাকবে না। আইনজীবীদেরকে দেশের এসব মজলুম মানুষের পাশে দাঁড়াতে হবে।

আইনজীবি মজলিস ঢাকা মহানগরীর সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এডভোকেট এনায়েত রাব্বী একরামের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহা. আব্দুল জলিল।

ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হক, এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, এডভোকেট সৈয়দ মুহা. সানাউল্লাহ, এডভোকেট শোয়াইব আহমদ, এডভোকেট দেলোয়ার হোসাইন এমদাদ, এডভোকেট আমজাদ হোসাইন, এডভোকেট ইমরান হোসাইন, এডভোকেট দীপু আহমদ, ইমরান হোসাইন, নফর শেখ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ