মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি
চট্টগ্রামের বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া ওমর ফারুক আল-ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় আগামী জুমার পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে আলোচনা করবেন হেফাজত ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার পরিচালক আল্লাহ শাহ আহমদ শফী।
হেফাজত ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী শুক্রবার (২৪ মে) ওমর ফারুক মাদরাসায় জুমার পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে আলোচনা করবেন আমীরে হেফাজত ও হাটহাজারী মাদরামার পরিচালক আল্লাহ শাহ আহমদ শফী।
এর আগে মাদরাসা কতৃপক্ষের কাছে হস্তগত হওয়ার গত শুক্রবার (১৭ মে) হেফাজত মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী জুমার ইমামতি ও আলোচনা করেন।
গত (১১ এপ্রিল'১৯) বৃহস্পতিবার সন্ত্রাসীরা দা-ছুরি, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাদরাসায় অতর্কিত হামলা চালিয়ে অনেক ছাত্র-শিক্ষককে গুরুতর আহত করে। এবং মাদরাসা অবৈধভাবে দখল করে। পরে
হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে গত বুধবার (১৫ মে) চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে মাদরাসা কতৃপক্ষ দাবি পেশ করে এবং ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। পরে প্রসাশনের সহযোগিতায় মাদরাসাটি মাওলানা তৈয়ব সাহেবের হাতে হস্তগত করা হয়।
এএ