আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার এলিফ্যান্টরোড বাটার সিগন্যাল মোড়ে দুই প্রাইভেটকারের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের ছয়জন আহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফুলবিবি (৫৫)।
গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক ফুলবিবিকে মৃত ঘোষণা করেন।
নিহতের এক স্বজন জানান, তাদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। ফুলবিবির স্বামী আবুল কালামের চিকিৎসার জন্য তারা সাতজন ঢাকায় আসে। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের নেমে সেখান থেকে ভাড়ায় চালিত উবার প্রাইভেটকারে করে ধানমন্ডি একটি হাসপাতালে যাচ্ছিল। এ সময় দুর্ঘটনার শিকার হয়।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাকিব শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলিফ্যান্টরোড বাটার সিগন্যাল মোড়ে ভাড়ায় চালিত যাত্রীবাহী উবার প্রাইভেটকারে অন্য একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী প্রাইভেটকারটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। যে প্রাইভেটকারটি ধাক্কা দিয়েছিল তার চালককে আটক করা হয়েছে। দু’টি প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
-এএ