রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ঝোপ-ঝাড়ে মিলল ডাকাতের বিছানা-বালিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদকে সামনে রেখে ডাকাতি রোধে মহাসড়কের পাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে সোনারগাঁ থানা পুলিশ। আর ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়েই ডাকাত ও ছিনতাইকারীদের ব্যবহৃত বিছানা, বেডশিট ও বালিশ মিলল।

শুক্রবার (১৭ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন ব্রিজের ঢালুতে গড়ে ওঠা ঝোপঝাড়গুলো পরিষ্কার করানো হয়।

সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, এসব ঝোপঝাড় আস্তানা গেড়ে লুকিয়ে থাকে ডাকাতরা। পরে রাতে মহাসড়কে যানজটে আটকা পড়া বাসে ডাকাতি করে পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা বলেন, মহাসড়কের ঢালু ও ব্রিজের নিচে গড়ে ওঠা ঝোপঝাড়ে লুকিয়ে থেকে ডাকাত ও ছিনতাইকারীরা বাসের যাত্রীদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল লুটে নেয়। জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে মোগরাপাড়া মেনিখালী ব্রিজের নিচ থেকে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সংযোগ সড়ক পর্যন্ত ঝোপঝাড় পরিষ্কার করেছি।

-এএ


সম্পর্কিত খবর