রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


কুমিল্লা শিক্ষাবোর্ডে ২১৯টি পদের মধ্যে ১২৪টিই শূন্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে জনবল সংকট চরমে পৌঁছেছে। বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের ২১৯টি পদের মধ্যে ১২৪টি পদই শূন্য। যা অর্ধেকেরও বেশি। সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক বছর ধরে লোকবল নিয়োগ না দেওয়ায় এবং কর্মকর্তা ও কর্মচারীরা অবসরে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন, দীর্ঘদিন ধরে লোকবলের সংকটের মধ্যে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে বোর্ডের বর্তমান কর্মকর্তা ও কর্মচারীদের। তারপরও স্বাভাবিক কাজ বিঘ্নিত হচ্ছে। সময় মতো সেবা পাচ্ছে না বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা যায়, বৃহত্তর চট্টগ্রাম বিভাগ নিয়ে (১৫টি জেলা) ১৯৬২ সালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি কক্সবাজার জেলা নিয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কার্যক্রম শুরু হয়।

এরপর ২০০১ সালে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা নিয়ে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড স্থাপিত হয়। এভাবে এক সময়ের বৃহৎ এলাকা নিয়ে প্রতিষ্ঠিত কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সময়ের প্রয়োজনে তিন টুকরো হয়ে এর অধীভুক্ত এলাক হ্রাস পেয়ে ছোট হয়ে যায়। বর্তমানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর- এ ৬টি জেলা নিয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কার্যক্রম চলছে।

বোর্ড সূত্র জানায়, বর্তমানে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তা ও কর্মচারীর অনুমোদিত পদের সংখ্যা ২১৯টির মধ্যে বিভিন্ন পর্যায়ে ১২৮টি পদ শূন্য রয়েছে। শূন্য পদগুলোর প্রথম শ্রেণির ২৪টির মধ্যে ৬টি, দ্বিতীয় শ্রেণির ১৯টি পদের মধ্যে ১১টি, তৃতীয় শ্রেণির ১১৫টি পদের মধ্যে ৮১টি এবং চতুর্থ শ্রেণির ৬১টি পদের মধ্যে ২৬টি পদ শূন্য রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর