রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


পাপুয়া নিউ গিনিতে ৭.৫ মাত্রা ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। তবে শক্তিশালী ওই ভূমিকম্পটির পর এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার ওই ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল পাপুয়া নিউ গিনির পূর্ব নিউ ব্রিটেনের কোকোপো শহরের ৪৮ কিলোমিটার (প্রায় ৩০ মাইল) উত্তর-পূর্বে। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পাপুয়া নিউ গিনি। ইউএসজিএস জানিয়েছিল, ওই ভূমিকম্পটির কেন্দ্র ছিল বুলোলো শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। এটির গভীরতা ছিল ১২৭ কিলোমিটার।

উল্লেখ্য, পাপুয়া নিউ গিনি রিং অব ফায়ারে অবস্থিত। এর ফলে এই অঞ্চলে প্রায় ভূমিকম্প অনুভূত হয়ে থাকে।

-এএ


সম্পর্কিত খবর