শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মানবপাচারকারী’ ২ রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

নিহতরা হলেন- টেকনাফের শামলাপুর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা আজিম উল্লাহ এবং উখিয়ার জামতলি রোহিঙ্গা শিবিরের আবদুস সালাম।

গতকাল সোমবার (১২ মে) রাত ২টার দিকে উপজেলার শামলাপুর মেরিনড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি নিহত এ দুই রোহিঙ্গা মানবপাচারকারী দলের সদস্য। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম, কনস্টেবল মোবারক হোসেন, মানিক মিয়া ও খাইরুল।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাতে শামলাপুর মেরিনড্রাইভ এলাকায় অভিযান চালাতে যায় পুলিশ।

এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোনড়ে। তখন পালানোর সময় দুজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ