আওয়ার ইসলাম: রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়ার একটি বাসা থেকে আজ শুক্রবার (১০ মে) শিশুসহ ২৩ রোহিঙ্গাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
আজ ভোরে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় ওই বাসার মালিকের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর জানান, শুক্রবার ভোরে ডিবির একটি টিম মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে শিশুসহ ২৩ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার মালিকের ছেলেকেও আটক করা হয়েছে। আটক সবাইকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানান ওসি মুস্তাফিজুর।
তবে তাদেরকে কেনো আটক করা হয়েছে এ ব্যাপারে এখনো কোনো কারণ দর্শানো হয়নি।
এমডব্লিউ/