রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইন্দোনেশিয়ায় সেহরির সময় ঘুম ভাঙ্গাতে যুদ্ধবিমান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় সেহরির জন্য ঘুম ভাঙ্গাতে যুদ্ধবিমান ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিমানবাহিনী। এ বছরের রমজান থেকে এ উদ্যোগ নিয়েছে দেশটি। এমন খবর দিয়েছে দেশটির ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্য জাকার্তা পোস্ট’।

‘দ্য জাকার্তা পোস্ট’ আরো জানিয়েছে, দেশের সকল রোজাদারদের জাগ্রত করা এবং নিজেদের কর্মীদের প্রশিক্ষণের সুবিধায় এমন ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির বিমানবাহিনী।

জানা যায়, ইন্দোনেশিয়ায় ৩০০ টিরও বেশি নৃগোষ্ঠীর বাস। সেহেরি খাওয়ার ডাকার জন্য দেশটির বিভিন্ন অঞ্চলে রয়েছে নিজস্ব কিছু পদ্ধতি। সেহরির জন্য মুসলিমদের জাগাতে সাধারণত মসজিদের মাইক বা টিনের ড্রাম বাজানো হলেও এবার থেকে বিমানবাহিনীর যুদ্ধবিমানের আওয়াজেও ঘুম ভাঙবে দেশটির মুসলমানদের।

ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়, জাভাদ্বীপের সুরাবায়া, ক্লাতেন, সুরাকার্তা, স্রাজেন ও ইয়োগইয়াকার্তায় সেহরির সময় বিমানবাহিনী পাইলটদের প্রশিক্ষণ পরিচালনা করা হবে। আল্লাহর ইচ্ছায় আমাদের যুদ্ধবিমান সেহরির সময় রোজাদারদের ডেকে তুলতে কাজে লাগাব।

ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল সুস এম ইয়ুরিস বলেন, সেহরির সময় রোজাদারদের ডেকে তোলার প্রচলীত যে রীতি আছে তাতে এবার বিমান বাহিনীও যোগ দিচ্ছে। তবে আরেকটি কারণও আছে। রোজা অবস্থায় যাতে পাইলটদের প্রশিক্ষণে অংশ নিতে না হয় সেজন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ