আওয়ার ইসলাম: গাজায় ফিলিস্তিনি পরিবারের মাঝে ইফতার বিতরণ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সাহায্য সংস্থা টিআইকেএ। পহেলা রমজান থেকেই তারা ইফতার বিতরণ করে এবং তা অব্যাহত রাখবে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর এজেন্সির খবরে বলা হয়।
তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকেএ) সোমবার প্রথম রোজার দিন উত্তর গাজার জুহর আল ডিক অঞ্চলে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে ইফতারের খাবার পরিবেশন করেছে।
তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিআইকে’র পক্ষ থেকে বলা হচ্ছে, গোটা রমজান মাস জুড়ে উপকূলীয় এলাকার দরিদ্র পরিবারগুলোর মাঝে ইফতারের খাবার পরিবেশন করার পরিকল্পনা রয়েছে তাদের।
এদিকে, বাংলাদেশের রোহিঙ্গা শরনার্থীদের মাঝেও ইফতার সামগ্রী বিতরণ করেছে তুর্কির আরেকটি সাহায্য সংস্থা আইএইচএইচ।
কক্সবাজারের জামতলি রোহিঙ্গা ক্যাম্পে তিন হাজার এবং বালুখালি ক্যাম্পে সাড়ে চার হাজার রোহিঙ্গা রোজাদারদের ইফতার বিতরণ করে সংস্থাটি।
সূত্র: আনাদুলু এজেন্সি।
আরএম/