আওয়ার ইসলাম: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪ মের (শনিবার) সকল পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্থগিত পরীক্ষাসমূহের সংশোধিত তারিখ ও সময় সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে জানানো হবে। তবে পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ধারণা করা হচ্ছে চলমান ঘূর্ণিঝড় ফণির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪ মের পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ঘূর্ণিঝড় ফণির কারণে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ৪ মে'র পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।
৪ মের সব পরীক্ষা ১৪ মে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। ৪ মের সকালের পরীক্ষাগুলো ১৪ মে সকালে এবং বিকালের পরীক্ষা ওই দিন বিকালেই নেয়া হবে।
-এটি