আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার কলম্বো ও তার আশপাশের এলাকায় গীর্জা এবং হোটেলে ভয়াবহ বোমা হামলার পর দেশটির পশ্চিম উপকূলীয় বন্দর নগরী নেগোম্বো ছেড়ে প্রায় ৮০০ মুসলমান পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। খবর দ্য গার্ডিয়ান।
বুধবার শত শত মুসলমান শ্রীলঙ্কার এই বহুজাতিক বন্দরনগরী নেগোম্বা থেকে পালিয়ে গেছেন। স্থানীয় কিছু বৌদ্ধরা মুসলমানদের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিলে মুসলমানরা পালাতে শুরু করেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারাও মুসলমানদের নিরাপত্তায় ঠিকমতো কাজ করছে না।
পাকিস্তানি বংশোদ্ভূত আদনান আলী নামের এক তরুণ বলেন, বোমা হামলা ও বিস্ফোরণের পর স্থানীয়রা আমাদের ঘর-বাড়িতে হামলা করেছে। তাই বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা এখন কোথায় যাবো তা আমরা এখনো জানি না।
প্রসঙ্গত, রোববার শ্রীলঙ্কার ৩টি গির্জা ও ৪টি হোটেল সহ আটটি জায়গায় যে বোমা হামলা হয়েছে তাতে এখন পর্যন্ত মোট ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। আর শুধু এই নেগোম্বো শহরের সেন্ট সেবাস্তিয়ান গির্জার হামলাতেই প্রায় ২০০ জন নিহত হয়েছেন।
-এএ