আওয়ার ইসলাম: বাংলাদেশের এই প্রথম মানবসদৃশ রোবট তৈরি করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সরকারের আইসিটি বিভাগের আর্থিক সহায়তায় প্রায় তিন বছরের চেষ্টায় তৈরি করা হয়েছে 'লি' নামের রোবটটি।
বাংলায় কথা বেশ কিছু কথা বলতে সক্ষম 'লি', হাঁটতেও পারে গুটি গুটি পায়ে। ছোট ছোট পদক্ষেপে হাঁটা থেকে শুরু করে নানা রকম অঙ্গভঙ্গিও করতে পারে লি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর ৩/২ বছরের চেষ্টায় তৈরি হয়েছে এই রোবট। তাদের দাবি, বাংলাদেশে তৈরি রোবটের মধ্যে হাঁটতে পারা প্রথম হিউম্যানয়েড রোবট এটি।
এই রোবট তৈরির সঙ্গে সম্পৃক্তরা বলছেন, হিউম্যানয়েড রোবট তৈরিতে দরকার বেশি বাজেট, উন্নত প্রযুক্তিগত সুযোগ-সুবিধার। সেগুলো থাকলে আরও দক্ষ করে তৈরি করা যেতো ‘লি’কে।
চার ফুট এক ইঞ্চি উচ্চতা ও ৩০ কেজি ওজনের রোবটটিকে আরও উন্নত করার চেষ্টা চলছে। রোবটটি তৈরিতে খরচ হয়েছে ১০ লাখ টাকা। এই বরাদ্দ এসেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইনোভেশন ফান্ড থেকে।
-এএ