আওয়ার ইসলাম: কওমি মাদরাসা শিক্ষা বিষয়ক সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ চলমান দাওরায়ে হাদীসের (তাকমিল) আবু দাউদ শরীফের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটির এ সিদ্ধান্ত মেনেই পরীক্ষা দেবে রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া।
যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বেফাক মহাসচিবের মাধ্যমে জানতে পারেন যে প্রশ্নফাঁসের পরিপ্রেক্ষিতে শুধু আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ বাদ মাগরিব জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
সুতরাং, এ বিষয়ে ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত সারা দেশের দাওরায়ে হাদীস পরীক্ষার্থীদের অপেক্ষা, ধৈর্যধারণ এবং আল্লাহর কাছে দোয়া করার অনুরোধ জানান তিনি।
আল্লাহ তায়ালা অবশ্যই একটি সুষ্ঠু সমাধান দান করবেন বলে আশা প্রকাশ করেছেন আল্লামা মাহমুদুল হাসান।
এমএম/