আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ কয়েকটি শহরের একাধিক গীর্জা ও আবাসিক হোটেলে সন্ত্রাসীদের ভয়াবহ সিরিজ বোমা হামলায় দুই শতাধিক মানুষ হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সেক্রেটারী ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।
রোববার (২১ এপ্রিল) পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শ্রীলঙ্কায় গির্জায় ও হোটেলে সিরিজ বোমা হামলাকারীরা মানবতার দুশমন। মানুষ নামের এই হায়েনাদের অন্তরে মানবতার লেশও নেই। বর্বর হামলা চালিয়ে সন্ত্রাসীরা মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে।
তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, নিরীহ নিরপরাধ সাধারণ মানুষ হত্যা করে সন্ত্রাসীরা নিজেদের বীরত্ব জাহির করতে চায়। আসলে এরা কাপুরুষ, মানবতা বিরোধী জঘণ্য অপরাধী।
বিবৃতিতে হাসানাত আমিনী হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি বিধানের জন্য শ্রীলঙ্কান সরকারের নিকট জোর দাবী জানান।
-এএ