আওয়ার ইসলাম: গত ১৭ এপ্রিল (বুধবার) সেফাত উল্লাহ ওরফে সেফুদা ফেসবুকে লাইভে এসে পবিত্র কুরআন শরীফকে অবমাননা করার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে শহরের শহীদি মসজিদের সামনে তৌহিদি জনতার ব্যানারে ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে।
মানববন্ধনে জামিয়া এমদাদিয়া কওমী মাদ্রাসার প্রিন্সিপাল ও ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার শাহ, মাওলানা শরীফ সাদী, মাওলানা গাজী আশরাফ, মাওলানা আব্দুর রহিমসহ আরেও অনেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা বলেন, মুসলমানের ঊর্ধ্বে তার ইমান ও ইসলাম। সেফাত উল্লাহ সেফুদা আল্লাহ রাসুল সা., ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কটুক্তি ও অপমান করেছে। এ অপরাধে তাকে দেশে ফিরিয়ে এনে সবোর্চ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
-এএ