আব্দুল্লাহ আফফান
আওয়ার ইসলাম
প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের চলমান মেশকাতের (ফজিলত) পরীক্ষা বালিত হওয়ার পর আগামীকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা ৩০ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার সকাল ৮ টা থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।
এ পরীক্ষায় মোট ১৯ হাজার ৩২৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। ৩৯৩টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, তার মধ্যে ১৭০টি পুরুষ কেন্দ্র, ২২৩টি মহিলা কেন্দ্র। পুরুষ নেগরান ও মহিলা নেগরান মোট ১০৯১ জন থাকবে বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বেফকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ।
মাদরাসার মুহতামিম, নাজেমে তালিমাত (শিক্ষা সচিব), নেগারানসহ বেফকের সাথে সংশ্লিষ্টদের প্রতি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠভাবে নেয়ার আহ্বান জানান তিনি।
এএ