শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে কোনো সাফাই নয়: সারজিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু দাবি পূরণে ৭ দিনের আল্টিমেটাম ব্যাটারিচালিত রিকশাচালকদের

সাংবাদিক মাহফুজ উল্লাহ ও বিএনপির ভাইস-চেয়ারম্যান আমিনুল হকের মৃত্যুতে আদর্শ নাগরিক আন্দোলনের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট সাংবাদিক, গবেষক, লেখক, কলামিষ্ট মাহফুজ উল্লাহ ও বিএনপির ভাইস-চেয়ারম্যান এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে আদর্শ নাগরিক আন্দোলন ও জাতীয় মানবাধিকার আন্দোলন।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং জাতীয় মানবাধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদল হাসান এই গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবাণীতে মুহাম্মদ মাহমুদল হাসান বলেন, মরহুম মাহফুজ উল্লাহ ছিলেন বিশিষ্ট সাংবাদিক, গবেষক, লেখক, কলামিষ্ট। তিনি তার দীর্ঘ জীবনে সাংবাদিকতা ও লিখণীর মাধ্যমে এ জাতিকে করেছেন জাগ্রত। তিনি ছিলেন একজন আপোসহীন কলম সৈনিক। তার লেখা, কথা বলা সবই ছিল দেশ, জাতি ও মানুষের কল্যাণে। তিনি জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির একজন কলমযোদ্ধাও ছিলেন।

আমিনুল হক সম্পের্কে মাহমুদল হাসান বলেন ‘ব্যারিস্টার আমিনুল হক একজন মন্ত্রী হিসেবে দেশের জনগণের অনেক খেদমত করে গিয়েছেন। বিশেষ করে তিনি রাজশাহী অঞ্চলের উন্নয়নের জন্য বিরাট ভূমিকা পালন করে গিয়েছেন। তার অবদান রাজশাহীর জনগণ সহ সমস্ত জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

মাহমুদল হাসান আরো বলেন, আমি তাদের উভয়ের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা উভয়জনকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ