আওয়ার ইসলাম: ফেনীর মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় রানা ও এমরান হোসেন মামুনকে গ্রেফতার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গতকাল শনিবার রাতে রাঙ্গামাটি থেকে রানা ও কুমিল্লার পদুয়ার বাজর এলাকা থেকে এমরান হোসেন মামুনকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পিবিআই।
ফেনী পিবিআইয়ের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলার আসামি হিসেবে রানা ও এমরান হোসেন মামুন দুজনেই সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্র। নুসরাত হত্যাকাণ্ডে এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট মামলায় এজাহারের বাইরে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার রয়েছেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদ।
-এএ