ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি
রাবেতাতুল মাদারিস আল ইসলামিয়া কক্সবাজার-এর ১৮-১৯ শিক্ষাবর্ষের (১৪৩০ হিজরী) কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে গতকাল শুক্রবার।
বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক মাওলানা আনিসুর রহমান মাহমূদ জানান, রাবেতাতুল মাদারিস আল ইসলামিয়া কক্সবাজার-এর এ বছরের পরীক্ষায় মোট ১৯ টি মাদরাসা অংশগ্রহণ করেছে। পরীক্ষার্থীর সংখ্যা ২২২জন।
বোর্ডের সভাপতি মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ শফিক বলেন,দেশের অন্যান্য জায়গায় স্থানীয়ভাবে এধরণের উদ্যোগ ছাত্রদের মনে প্রতিযোগিতামূলক পড়ালেখার আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে, এতে করে তাদের মেধার উন্নতি হবে৷
টেকনাফ থানার সকল কওমি মাদরাসার মোহতামিমগণের সম্মতিতে ছাত্রদের পড়ালেখার মান উন্নয়নে এ বোর্ড গঠিত হয়েছে। আশা করি আমাদের এ কাজটি সমাজে ব্যাপকভাবে সুফল বয়ে আনবে।
-এএ