আওয়ার ইসলাম: ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থানে স্থল ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) ইহুদিবাদী ইসরায়েল এ হমলা চালায়। তবে হামলায় কেউ হতাহত হয়নি। খবর এএফপির।
ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা থেকে সীমান্তের ওপারে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হলে পাল্টা হামলা চালানো হয়। তবে গাজা থেকে ছোঁড়া গুলিতে কোনো ইসরায়েলি সেনা আহত হয়নি।
এদিকে, গাজা-ইসরায়েল সীমান্ত বেড়ার কাছে শুক্রবার দিনভর ফিলিস্তিনি জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছেন।
সে সময় ইসরায়েলি সেনাদের ছোঁড়া টিয়ার শেল ও শটগানের গুলিতে ৪২ ফিলিস্তিনি আহত হন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কেদরা জানিয়েছেন।
-এএ