শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবি বরিশালবাসীর এবার খুলনায় ‘মার্চ ফর গাজা’ শ্রমিক মজলিসের সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক এরশাদ ‘নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও মানুষের কল্যাণ সম্ভব নয়’ ৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব

রোজায় খাদ্যের দাম বাড়াবেন না : নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাদ্যের দাম না বাড়ানো এবং ভেজাল না মেশানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, দয়া করে রোজার মাসে খাদ্যের দাম বাড়াবেন না। এ বছর সংযম থাকবেন। মানুষকে রোজায় শান্তিতে থাকতে দেন।

বুধবার (১০ এপ্রিল) সংসদ সচিবালয়ে কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, যারা খাদ্যে ভেজাল দেয় এবং অযথা দাম বাড়ায় তারা আগুন সন্ত্রাসী বা ঘাতক গাড়ি চালকদের চেয়েও ভয়ঙ্কর। ফেনীর ছাত্রী হত্যাচেষ্টাকারীর চেয়েও ভয়ঙ্কর। খাদ্যে ভেজাল দেয়া একটি মরণঘাতি ব্যবস্থা।

তিনি বলেন, যারা এটা করছেন, তারা ক্ষমার অযোগ্য অপরাধ করছেন। রোজায় ভারতের মতো দেশেও খাদ্যে ভেজালের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন অভিযান চলে। আমাদের দেশেও অভিযান জোরদার করা হবে। এটা যারা করছেন, তারা নিজেকে ও তার সন্তানকে হত্যার দিকে নিয়ে যান।

এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, পুষ্টি সমৃদ্ধ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা এ ব্যাপারে জিরো টলারেন্সে আছি।

খাদ্যে ভেজাল প্রতিরোধ ও অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধি ঠেকাতে প্রয়োজনে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ।

কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে শিগগিরই তৎপরতা শুরু হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আর এ জন্য সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করার তাগিদ দেন কমিটির সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ