শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

২৬ মার্চ মাদানীনগর ফুযালা সম্মেলন: শেকড়ের টানে হোক প্রাণের মেলবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক মারুফ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড৷ হাইওয়ের পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম মাদানীনগর৷ ইসলামী শিক্ষা—দীক্ষা, তাহজিব— তামাদ্দুন, তাবলীগ -তাজকিয়া ইত্যাদি ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা অনন্য৷

দীর্ঘ ৩৪ বছর ধরে দেশব্যাপী বিভিন্ন ইলমি ও ধর্মীয় খেদমত আঞ্জাম দিয়ে আসছে প্রচারবিমুখ এই দ্বীনী নিকেতন৷ বর্তমানে প্রতিষ্ঠানটি এ অঞ্চলের দ্বীনি শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার প্রাণকেন্দ্র, হাজারো পিপাসার্ত মানুষের ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনার পানশালা ৷

বিগত তিন যুগের ইলমি বিপ্লবে মাদানীনগর পালন করেছে যুগান্তকারী ভূমিকা। জন্ম দিয়েছে শত সহস্র ধর্মীয় মনীষী ও বরেণ্য ব্যক্তিত্ব, যারা আজ দেশে— বিদেশে, প্রত্যন্ত অঞ্চলের অজপাড়া গাঁয়ে ইলমে নববীর শোভা ছড়াচ্ছে৷ প্রান্তিক জনপদের জীর্ণকুটিরে কুরআন-হাদিসের আলো বিকিরণ করছে৷

যাদের কোমল পরশে হেদায়েতের ছোঁয়া পাচ্ছে হাজারো পথভোলা মানুষ ও বিপথগামী জনগোষ্ঠী৷ আগামী ২৬ মার্চ সেসব কৃতি সন্তানদেরকেই মায়ের কোলে ডাক দিয়েছে মাতৃসম দারুল উলুম মাদানীনগর৷

দীর্ঘদিনের নাড়িছেঁড়া সন্তানদের অব্যক্ত বিরহের বিচ্ছেদ কাটাতেই আয়োজন করেছে এই প্রাণের মেলা৷ শেকড়ের টানে, হৃদয়ে আহবানে সন্তানরা আসবে ইদ্রিস কাননে এটাই প্রত্যাশা বাবাদের অন্তরে ৷

মাদানীনগর ফারেগিন ছাত্রদের ঐক্য সংগঠন "ইত্তেহাদে ফুযালা ও আবনা" এর ব্যানারে অনুষ্ঠিত হবে বার্ষিক এ পুনর্মিলনী জলসা৷ অন্যবারের চেয়ে এবারের অনুষ্ঠান হবে ব্যাপক, বর্ণাঢ্য ও ব্যয়বহুল৷ রীতিমত আয়োজন ছাড়াও অনুষ্ঠানে থাকবে আকর্ষণীয় চমক ও চোখধাঁধানো প্রাইজ৷

মাদরাসার শুরু থেকে এ পর্যন্ত যারাই এখানে পড়াশোনা করেছে সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে এবারের সম্মেলনে৷ এরই মধ্যে জলসার সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে "ইত্তেহাদে ফুযালা ও আবনা" কর্তৃপক্ষ ৷

২৬ মার্চ সকাল ১০ টা থেকে মাদরাসা মসজিদের দ্বিতীয় তলায় শুরু হবে অনুষ্ঠানের মূলপর্ব৷ সভাপতিত্ব করবেন জামিয়ার প্রিন্সিপাল মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বিপী ৷

প্রধান অতিথি হিসেবে থাকবেন দারুল উলুম দেওবন্দের সাবেক শিক্ষাসচিব ও সিনিয়র মুহাদ্দিস মুফতি ইউসুফ তাওলভি। বিশেষ মেহমান হিসেবে থাকবেন জামিয়ার প্রাক্তন শিক্ষকবৃন্দ, বর্তমান শায়খুল হাদিস, শিক্ষাসচিব ও প্রবীণ ওস্তাদগণ৷

আমরা আশা করি নবীন-প্রবীণের ঐক্য সংহতি ও সম্প্রীতির এ জোড় আমাদের দ্বীনি আবেগের গোড়ায় চেতনার বারি সিঞ্চন করবে৷ অগ্রজ অনুজের এই সেতুবন্ধন পরস্পরের চিন্তা-চেতনাকে শানিত করবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস জোগাবে৷

এ ছাড়াও বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও প্রাজ্ঞ আসাতিযা কেরামের আন্তরিক দোয়া ও জ্ঞানগর্ভ নসিহত ফিতনা ফাসাদে আকীর্ণ বর্তমান সমাজে চলার পথের পাথেয় হবে ৷ তাই দ্বীনি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের স্বার্থে অনুষ্ঠানে সকল ফুযালায়ে কেরামের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাম্য৷ ব্যস্ততম জীবনের ফাঁকগলে সামান্য এই চেতনার মেলবন্ধন হতে পারে হাজারো ধর্মীয় কাজের রুদ্ধ বাতায়ন উন্মুক্ত করবে৷আল্লাহ তায়ালা অনুষ্ঠান সফল করুন এবং পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির বাঁধনকে সুদৃঢ় করুন৷

লেখক: শিক্ষার্থী, ইফতা ১ম বর্ষ, মাদানীনগর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ