শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮

আল্লামা মুফতি তাকি উসমানীর উপর হামলা কিসের ইংগিত দিচ্ছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইমমু সাদী

পুরো উপমহাদেশটাকে উত্তপ্ত কড়াইয়ের মত গরম করার একটা আয়োজন স্পষ্ট হচ্ছে। এই আয়োজনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই এই হামলা হলে সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

পাকিস্তানে শিয়া সুন্নি, মাজার কেন্দ্রিক গরম সুন্নি প্রভৃতি তো আছেই। ভারতে সরাসরি গো রক্ষার নামে মুসলমানদের উপর সন্ত্রাস চলছে৷ বাংলাদেশে গৃহযুদ্ধ শুরুর জন্য আহলে হাদীস নামক এক অভিনব ফেরকার শুরু হয়। এরা শয়নে স্বপনে শুধু কাফির দেখে, বেদয়াতি দেখে। শিরক ও বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিলেও সহীহ হাদীসে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে নির্দেশনা আছে তা বেমালুম চেপে যায়।

কি করা হয়নাই এখানে? তাবলিগে গন্ডগোল লাগানো হল, মাছলাক ও মাহাওলে বিভক্ত করা হলো আমাদেরকে। এখন শুধু অপেক্ষা, নির্দেশ এলেই একশান শুরু করবে এই চক্রটি।

তাকী উসমানী সাহেব দেওবন্দি ঘরানার বিশিষ্ট আলেম। উনার উপর হামলা করা মানেই এসব আলেমদেরকে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসা।

যারা তাকী উসমানীকে তাগুতের দালাল বলে তারা বুঝে কিংবা না বুঝে কারও না কারও দালাল, এটা বুঝতে আইনস্টাইন হওয়ার দরকার নাই। এরাও ইসলাম বিরোধী প্রজেক্টের অংশ।

এখন তাহলে কি করব?

এখন দুরদর্শিতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলার জন্য প্রস্তুতি নেয়া দরকার।

ওপারের লোকজন আর কাহাতক সহ্য করবে?

পাকিস্তানে ইমরান খান, মালয়েশিয়ায় মাহাথির, আনোয়ার ইব্রাহিম, তুরস্কে এরদোগান, এই তিনজনই তো ঘুরিয়ে দিতে যাচ্ছে ইতিহাসের চাকা। এদিকে আফগানিস্তানে আবার তালেবান আসি আসি করছে।

সময় এখন চোখ কান খোলা রাখার এবং নতুন পৃথিবীর জন্য প্রস্তুতি গ্রহণের। চাকা উল্টো ঘুরার মত পরিস্থিতি তৈরি হয়েছে, যদি আমরা ঘুরানোর জন্য প্রস্তুত থাকি।

সাইমুম সাদীর ফেসবুক টাইমলাইন থেকে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ