সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ডাকসু নির্বাচন নিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের পোস্টার অপসারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রাতের আঁধারে সরকার বিরোধি পোস্টার লাগিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। বুধবার সকালে মধুর ক্যান্টিনে গিয়ে এসব পোস্টার দেখতে পাওয়া যায়। পরে পোস্টারগুলো সরিয়ে ফেলে ছাত্রলীগের কর্মীরা।

জানা যায়, পোস্টারে সরকারবিরোধী বক্তব্য ছিল। ইসলামের খেলাফত নিয়ে ভুল ব্যাখ্যা প্রদান করা হয় পোস্টারে।

পোস্টারে ‘আসন্ন খিলাফত মুক্তির একমাত্র পথ’ শিরোনামে সরকার বিরোধী বিভিন্ন কথা লেখা রয়েছে। এছাড়াও পোস্টারে ‘জাতীয় নির্বাচন এই যুলুমের শাসন এবং জনগণের ভাগ্যের কোন পরিবর্তন আনবে না’ এমন কথা লেখা রয়েছ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে পোস্টারগুলো সরিয়ে ফেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির চোখ ফাঁকি দিয়ে এই সংগঠনের কর্মীরা রাতের আঁধারে এসব পোস্টার লাগাচ্ছে।

এ সময় ঢাবি কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, ২০০১ সাল হতে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এ দলটি তাদের কার্যক্রম শুরু করে। ২০০৯ সালের অক্টোবর মাসে (২২ শে অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জননিরাপত্তার স্বার্থে এ কারণ দেখিয়ে এ দলটিকে নিষিদ্ধ করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ