আওয়ার ইসলাম: আগামী বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৯টা থেকে ইদারাতুল উলূম আফতাবনগর মাদরাসার ইফতা বিভাগের উদ্যোগে ‘ফিকহি সেমিনার’ হবে।
সেমিনারের তাফবীয তালাক অর্থাৎ কাবিন নামার ১৮ নং ধারা অনুযায়ী স্বামী কর্তৃক প্রাপ্ত ক্ষমতা বল স্ত্রীর তালাক গ্রহণ : ত্রুটি বিচুতি ও সঠিক পদ্ধতি সম্পর্কে দেশের শীর্ষ ফিকাহবিদ ও মুফতিয়ে কেরাম আলোচনা করবেন।
সেমিনারে সভাপতিত্ব করবেন, আফতাবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী।
সেমিনার প্রসঙ্গে মাওলানা সানাউল্লাহ বলেন, কাবিনানামার ১৮ নাম্বার ধারা নিয়ে আমাদের সমাজে অনেকে বিভ্রান্তির স্বীকার হয়। এই ধারাটি নিয়ে দেশের বিজ্ঞ মুফতিয়ে কেরাম আলোচনা রাখবেন। আশা করছি, এই সেমিনার সে সকল বিভ্রান্তি নিরসনের একটি শক্ত ভূমিকা রাখবে।
এ সেমিনারে দেশের শীর্ষ আলেমদের মধ্যে থাকবেন, শায়খ যাকারিয়া মাদরাসার মুফতি মিযানুর রহমান, রাহমানিয়া মাদরাসার মুফতি হিফজুর রহমান, মারকাযু শাইখুল ইসলাম মাদরাসার মুফতি আব্দুর রাজ্জাক, মারকাযু দাওয়া মাদরাসার মুফতি ইয়াহইয়া, মারকাযুয শারইয়্যাহ মাদরাসার মুফতি মুহাম্মদ হারুন, যাত্রাবাড়ী মাদরাসার মাওলানা হেমায়ত উদ্দীন, বসুন্ধরা মাদরাসার মুফতি ইনআমুল হক।
চিকনাগুল, সিলেটের মুফতি রশীদ আহমাদ, জামিয়া ইকরা বাংলাদেশের মাওলানা আরীফ উদ্দীন মারুফ, জামিয়াতুল আসআদ-এর মুফতি হাফীজুদ্দীন, জামিয়া আবু বকর যাত্রাবারী মাদরাসার মুফতি বুরহান, জামিয়া কারীমিয়া মাদরাসার মুফতি হেমায়তুল্লাহ, আরজাবাদ মাদরাসার মুফতি আনায়ার মাহমুদ।
দারুল ফিকর মাদরাসার মুফতি মাহবুবুর রহমান ও মুফতি হেমায়তুদ্দীন, খতম নবুয়ত মারকায-এর মুফতি শুআইব ইবরাহীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রফেসর ড. হুসাইনুল বানা, ঢালকানগর মাদরাসার মুফতি হাবীবুল্লাহ মিসবাহ, আফতাবনগর মাদরাসার মাওলানা বশীরুল্লাহ কাসমী।
তালীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিচার্স সেন্টারের মুফতি লুৎফর রহমান ফরাজী, রাহমানিয়া মাদরাসার মুফতি তাওহীদুল ইসলাম, আকবর কমপ্লেক্স মাদরাসার মুফতি মাসুম বিল্লাহ, জামিয়া হাকীমুল ইম্মত ঢালকা নগর মাদরাসার মুফতি এমাদাদুল্লাহ, সাইনবোর্ড মাদরাসার মুফতি বিলাল, মুফতি মুনীর হুসাইন।
আরএম/