আওয়ার ইসলাম: ঢাকা সাইনবোর্ডে অবস্থিত জামিয়াতু ইব্রাহীম এবং খানকায় মাহমুদিয়ার উদ্যোগে শুরু হচ্ছে ইসলামী জোড়।
আগামীকাল ২১ ফেব্রুয়ারি বাদ যোহর থেকে এ আয়োজন শুরু হয়ে রাত ১০টায় আখেরি মোনাজাত হবে
জামিয়াতু ইব্রাহিমের প্রতিষ্ঠাতা মুহতামিম পীরে কামেল আল্লামা মুফতি শফিক এ জোড়ের নেতৃত্ব দেবেন। ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
জোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নুমানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন দারুল উলুম দেওবন্দের সিনিয়র উস্তাদুত তাফসির আল্লামা রাশেদ আজমী।
আরোও উপস্থিত হবেন হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সহ সভাপতি আল্লামা আশরাফ আলী, আল্লামা নূর হুসাইন কাসেমী, আল্লামা মাহফুজুল হক, আল্লামা মামুনুল হক,আল্লামা হাসান জামিল ও মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীক প্রমুখ।
জামিয়াতু ইব্রাহিমের মুহাদ্দিস মুফতি আনিসুর রহমান কাসেমী বলেন, বাদ যোহর বয়ান করবেন মাও.হাফিজুর রহমান সিদ্দিক ও মাওঃ হাসান জামিল, বাদ আসর আল্লামা রাশেদ আজমী, বাদ মাগরিব দেওবন্দ মাদরাসার মোহতামীম আল্লামা আবুল কাসেম নোমানী, বাদ ইশা মাওলানা মামুনুল হক।
ইসলামী এ জোড়ে ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত হওয়ার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।
আরআর