আবু সাঈদ যোবায়ের: ঢাকার প্রাচীণ বিদ্যাপিঠ জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন আগামীকাল ২০ ফেব্রুয়ারি সকালে শুরু হয়ে ২১ ফেব্রুয়ারি রাতে শেষ হবে।
সম্মেলনে দেশ বিদেশের প্রখ্যাত উলামায়ে কিরাম তাশরিফ আনবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নুমানি।
এছাড়াও দারুল উলুম দেওবন্দের উস্তায মাওলানা আমিন পালনপুরি এবং মুফতি রাশেদ আযমি মাহফিলে উপস্থিত থাকবেন।
লালমাটিয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতি শরীফুল ইসলাম সুহাইল জানান, সম্মেলনে প্রায় ১২শতাধিক হিফজ ও তাকমীল সম্পন্নকারী শিক্ষার্থীকে পাগড়ি দেয়া হবে। এছাড়াও দেশের শীর্ষ ওলামায়ে কিরাম এই সম্মেলনে যোগদিবেন।
লালমাটিয়া শাহী মসজিদের খতিব মুফতি মাসরুরুল হক বলেন, প্রায় সাড়ে তিনশ বছর পুরনো লালমাটিয়া শাহী মসজিদ এদেশের একটি ঐতিহ্য। এর সংলগ্ন মাদরাসাটিও ৬০ বছর অতিক্রান্ত করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ৬০ বছর পূর্তি সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন উপলক্ষে মাদরাসার ছাত্র ওলামায়ে কিরামের পাশাপাশি বহু ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে।
আরআর